নিজস্ব প্রতিবেদক
অনলাইনভিত্তিক এমএলএম প্রতিষ্ঠান জেকা বাজারকে মঙ্গলবার সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জেলার বালিয়ান্দি উপজেলার সোনাপুর গ্রামে বাসিন্দা ও জেকা বাজারের পরিচালক আনিসুর রহমান দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক শরীফুল ইসলাম, রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
অভিযানে শহরের নান্না টাওয়ারের জেকা বাজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জেকা বাজারকে সিলগালা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, জেকা বাজারের প্রতারনামূলক ভাবে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছিলো। একারণে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪৪ ধারায় এক লাখ ৫০ হাজার টাকা এবং পণ্যের প্যাকেটে দাম না থাকায় ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
Leave a Reply