শেখ ফয়সাল.
রাজবাড়ীতে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ প্রতিপাদ্য সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। ১ নভেম্বর, সোমবার বিকেল ৪টায় শহরের পান্না চত্ত¡র এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে সামাজিক প্রতিরোধ কমিটি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার।
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. কমলাকান্ত চক্রবর্তী, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য শাহাদৎ হোসেন, রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সদস্য কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, রেহেনাজ পারভীন সালমা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নেহাল আহমেদ।
বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এটা কিছু মানুষের কুলষিত মস্তিষ্কের ফসল। যারা সাধারন মানুষকে বলির পাঠা বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।
যারা দেশের সাম্প্রায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাঁদেরকে আইনের আওতায় এনে দ্রæত বিচারের দাবিও জানানো হয়।
Leave a Reply