নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে মুজিব বর্ষ উপলক্ষে জেলা হতদরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অফিসার্স প্রাঙ্গণে এসব ভ্যান বিতরণ করা হয়।
ভ্যান বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুজিববর্ষের অঙ্গীকার হলো দেশে একটি মানুষও বেকার থাকবে না। প্রতিটি মানুষ কর্মসংস্থান হবে, স্বাবলম্বী হবে। কেউ অসহায় থাকবে না। একারণে কর্মক্ষম হতদরিদ্র মানুষের মধ্যে ভ্যান ও রিকশা বিতরণ করা হচ্ছে। যাতে করে এদের উপার্জিত অর্থ মহাজনকে দিতে না হয়। এসব টাকা তাঁরা পরিবারের প্রয়োজনে কাজে লাগাতে পারে।
প্রসঙ্গত, জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে মোট ১০০টি রিকশা ও ভ্যান বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৮৩টি রিকশা ও ভ্যান বিতরণ করা হয়েছে।
Leave a Reply