1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 3:42 am

স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

  • সর্বশেষ আপডেট Monday, November 1, 2021
  • 122 মোট ভিউ

নিউজ ডেস্ক:  ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের উপস্থিতিতে নবম শ্রেণির ছাত্রী মাহজাবিন তমা ও আরেক শিক্ষার্থী তাহসান হোসেনকে টিকা দেওয়া হয়। শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য রাজধানীতে আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ হাজার করে ৪০ হাজার টিকা দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host