1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 5:06 am

কয়লাভিত্তিক জ¦ালানী ব্যবহার বন্ধের দাবি

  • সর্বশেষ আপডেট Sunday, October 31, 2021
  • 175 মোট ভিউ

নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে গতকাল রোববার সকালে কয়লা ভিত্তিক জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানী প্রসারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সকাল ১১ টায় ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান। এতে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সনাকের সহ সভাপতি সাইদা খানম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন।

বক্তারা বলেন, প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে দেশগুলো জীবাশ্ম জ্বালানি আহরণ ও ব্যবহার কমানোর কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশও হাটছে উল্টো পথে। রামপাল, মাতারবাড়ী, বাশখালীসহ মোট ১৯টি কয়লা ও এলএনজি ভিত্বিক প্রকল্প হচ্ছে উপকুলীয় জেলায়। ফলে উপকূলীয় জেলার দেড় কোটি মানুষের জীবন জীবিকা হুমকিতে ফেলবে।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host