নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে রোববার বিকেলে সন্ত্রাস, জঙ্গীবাদ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ‘সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দাও’ ¯েøাগান সামনে রেখে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল জলিল মিয়া, আবদুল মান্নান গাজী, আবুল কালাম মোস্তফা, বাকাউল আবুল হাসেম, নুরুজ্জামান মিয়া, আবুল কালাম প্রমূখ। কর্মসূচিতে সদর উপজেলার প্রায় শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ৩০ শহীদের রক্ত ও দুইলাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছি। মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে। এদেশে হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছি। স্বাধীনতার ৫০ বছরে দেশে এধরণের সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না।
Leave a Reply