আদালত প্রতিবেদক
রোববার দুপুর ২টায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে সদ্য প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজবাড়ী আদালত ভবনের এপিপির অফিসকক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী গনেশ নারায়ণ চৌধুরী। সঞ্চালনা করেন আইনজীবী শফিকুল আজম মামুন। এতে বক্তব্য দেন সাবেক সরকারি কৌঁশুলী (পিপি) শেখ ফরিদ উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা জজ আদালতের পিপি উজির আলী শেখ, জিপি আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রæনালের পিপি উমা সেন, আহমদ হোসেন, নজরুল ইসলাম লাভলু প্রমূখ।
সভার শুরুতে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে রাজবাড়ী বারের আইনজীবীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, তিনি ছিলেন আইনজীবীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন গরীবের উকিল। গরীব ও অসহায় মানুষকে তিনি সবসময় বিনামূল্যে সহায়তা করতেন। তাঁর মৃত্যুতে আইন জগতের এক প্রতিভাবন ব্যক্তিকে হারিয়েছে। সারাদেশের আইনজীবী হারিয়েছে তাদের আপনজন। বিপদের সঙ্গী।
উল্লেখ্য, আবদুল বাসেত মজুমদার ২৭ অক্টোবর সকালে মারা যান। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহŸায়ক। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবদুল বাসেত মজুমদার আইনজীবীদের অধিকার রক্ষায় আমৃত্যু লড়াই করেছেন।
Leave a Reply