নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে রোববার সকালে ক্যান্সারে আক্রান্ত হয়েছে মারা গেছেন প্রবীণ সাংবাদিক শ্যামল কুমার মজুমদার গনেশ (৭৩)। শহরের বিনোদপুরের ভাজনচালার বাসিন্দা শ্যামল কুমার মজুমদার দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ৪১ বছর ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে তিনি অসুস্থ হলে ইত্তেফাক কর্তৃপক্ষ তাকে অব্যহতি প্রদান করে। এরপর সাংবাদিকতা থেকে সরে যান তিনি। মারা যাওয়ার সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে তাকে রাজবাড়ী পৌর শ্মশানে দাহ করা হয়।
প্রয়াতের মরদেহে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
তাঁর মৃত্যুতে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply