বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে ভুমিহীনদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবিতে রোববার সকালে ভুক্তভোগী ভূমিহীনরা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি ও জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি পেশ করেছেন।
ভূমিহীনদের দাবি, ২০১০ সালে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে গড়াই নদী জেগে উঠা চরের সাড়ে ৯ একর জমি ৩৮ জন ভুমিহীন দলিল মূলে বন্দোবস্ত নেন। এরপর থেকে প্রতি বছর শুকনা মৌসুমে ভূমিহীন হিসেবে চাষাবাদ করে আসছেন। এ বছর চর জেগে উঠার পর এলাকার প্রভাবশালীরা ৩৮ জন ভূমিহীনদের সাড়ে ৯ একর জমি জোর পূর্বক দখল করে নিয়েছে।
Leave a Reply