নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ‘নৈঃশব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে’ ¯েøাগান সামনে রেখে বিকেল ৪টায় শুরু হওয়া কর্মসূচি শেষ হয় সন্ধ্যা ৭টায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকেল ৪টায় শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াস। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
সভায় বক্তব্য দেন প্রাক্তন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুস সামাদ মিয়া, উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, উদীচীর সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহম্মেদ, উদীচীর আবৃত্তি বিষয়ক সম্পাদক কনা রানী দাস, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আইনজীবী গৌতম কুমার বসু, কবি খোকন মাহমুদ, কবি নেহাল মাহমুদ প্রমূখ।
বক্তারা বলেন, উদীচী গণমানুষের সংগঠন। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলে। মানুষের চেতনাবোধকে শাণিত করে। উদীচীর আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। গানে কবিতায় তথা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এতে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করে।
Leave a Reply