জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ
প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। ‘রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তি’ ¯েøাগান সামনে রেখে শুক্রবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বওে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আবদুস সামাদ মিয়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজ্ঞান চেতনার আহŸায়ক মহিতুজ্জামান বেলাল, জেলা মহিলঅ পরিষদের সভাপতি লাইলী নাহার, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদেও সভাপতি সালাম তাসির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি লুৎফর রহমান, লালন বাউল একাডেমীর সভাপতি লিয়াকত চৌধুরী, মৈত্রী থিয়েটার গ্রæপের সভাপতি ওয়াহিদ মন্ডল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি ফকীর শাহাদত হোসেন প্রমূখ। এতে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃস্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দেশে এধরণের সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না। এসব হামলার পেছনে একটি কুচক্রী গোষ্ঠী কাজ করে। এই গোষ্ঠীকে খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সাম্প্রদায়িক চক্রের ষড়যন্ত্র সবাইকে একসঙ্গে প্রতিহত করতে হবে।
Leave a Reply