নিজস্ব প্রতিবেদক
‘সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দাও’ ¯েøাগান সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীতে গতকাল বুধবার বিকেলে সাম্প্রদায়িকতা প্রতিরোধ দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি উপলক্ষে শহরের প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আবদুস সামাদ মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির নেতা আবুল কালাম, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা আবুল কালাম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত কুমার রায়, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, জেলা ক্ষেতমুজুর সমিতির সভাপতি মুজিব আলম, কবি নেহাল আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন বিশ^াস, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল হালিম বাবু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ রিপন প্রমূখ। কর্মসূচিতে সিপিবিসহ বন্ধু সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না। সাম্প্রদায়িক হামলার দায় সরকার এড়াতে পারে না। অতিতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে। কিন্তু এসব হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়নি। পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন হয়ে গেছে। সাধারণ মানুষের নাভিশ^াস উঠে গেছে। সবকিছু সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছে। দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে হবে।
Leave a Reply