বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম বাচ্চু মন্ডল(২৮)। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ী গ্রামের মালেক মন্ডলের ছেলে।
আত্মহত্যাকারী বাচ্চু মন্ডলের চাচা ইসলাম মন্ডল জানান, বাচ্চু মন্ডল মানসিক সমস্যা জনিত কারণে সোমবার সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে পরিবারের লোকজনের অনুউপস্থিতিতে তাঁর শয়নকক্ষে বাঁশের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Leave a Reply