প্রতিনিধি, বালিয়াকান্দি
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগের প্রতীকেরর প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম মিয়া সুফি।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনে ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো আবদুল হান্নান, বহরপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, নারুয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়েব আলী শেখ, জামালপুর ইউনিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম ফরিদ হোসেন বাবু মনোনয়ন পেয়েছেন।
প্রসঙ্গত, বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়। অন্য তিনটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।
Leave a Reply