মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে সাতজন ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগী রয়েছেন ১৪৩ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ।
Leave a Reply