রাজবাড়ীর কবি আশ্রাফ বাবু প্রিয় বাংলা পান্ডুলিপি পুরস্কারে মনোনীত হয়েছেন। শুক্রবার ২২ অক্টোবর প্রিয় বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের তালিকায় কবিতায় স্থান পান কবি আশ্রাফ বাবু। তাঁর বইয়ের নাম আঁধারে ঘামচিত্র।
পাঁচবছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রিয় বাংলা। সাধারণত নবীর লেখকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তদের পান্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ করা হবে। প্রত্যেক বিজয়ী পবেন পাঁচ হাজার টাকা সম্মানী, সম্মাননা ক্রেস্ট, সনদ এবং আনুষ্ঠানিক স্বীকৃতি। আগামী বছরের বইমেলায় এসব বই প্রকাশ করা হবে।
প্রতিবছর পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে নির্বাচিত করা হয়। অন্য বিজয়ীরা হলেন, প্রবন্ধে ড. আশরাফ পিন্টু, উপন্যাসে কামরুল হাসান মাসুক, গল্পে মুহাম্মদ বরকত আলী ও ছড়ায় আরিফুল ইসলাম সাকিব।
Leave a Reply