ডাঃ সুনীল কুমার বিশ্বাস।
১৩ ই অক্টোবর হতে ১৫ই অক্টোবর কি হয়েছিল এই বাংলায়,
সকালের সূর্য আঁধারে লুকালে মুখ,
চাঁদের আলো আজ হয়ে গেল বিবর্ন
তবে কি চাঁদও পেয়েছে দুঃখ?
আকাশের তারকারাজি হঠাৎ মিটমিট করা থেকে
বিরত রহিল,
হঠাৎ থেমে গেলে সাগরের উতরোল কল্লোল।
থমকে থেমে গেলে আজ বাতাস,
চারিদিকে দেখা যায় আজি হাহুতাশ।
সবাই কেন ফেলে আজ দীর্ঘশ্বাস?
পৃথিবীর ঘনবসতিপূর্ন এক কোনে
বিপন্ন আজ মানবতা,
সবার চোখেমূখে আজ দেখা যায় বিষন্নতা।
গাছে গাছে আজ শোনা যায় না পাখির গুঞ্জন,
বুঝি প্রকৃতিরও খারাপ হয়েছে মন।
কাননে ফুটিল না গোলাপের পাপড়িগুলো,
একপাল কুৎসিত বিকৃত মানসিকতা সম্পন্ন
মানুষের আস্ফালনে,
প্রকৃতিও আজ ভারাক্রান্ত ওদের ঘৃনিত উল্লম্ফনে।
আশার কথা সারা দেশজুড়ে হচ্ছে আজি সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি ও শান্তি সমাবেশ, দীর্ঘ দিনের বিচার হীনতার সংস্কৃতি ওদের মনে
যুগিয়েছে সাহস।
অাসলে সামপ্রদায়িকতা একটা ছোঁয়াচে ব্যাধি যা মানুষকে করোনার চেয়ে ও অতি দ্রুত করতে পারে সংক্রমণ,
তাই এই ভাইরাস হতে মানুষকে থাকতে হবে সাবধান।
ছুড়ে ফেলুন হিংসা-বিদ্বেষ নৈরাজ্য ও শ্বেতসন্ত্রাস,
আশা করা যায় সদাশয় সরকার এদিকপানে নজর রাখিবেন নিশ্চয়,
অবশ্য এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিয়েছেন আশ্বাস।
সভাপতি
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী
রাজবাড়ী জেলা সংসদ
Leave a Reply