কালুখালী প্রতিনিধি
কালুখালী উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে শনিবার মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কালুখালী উপজেলা সড়কের বনজোৎসা মার্কেটের সামনের সড়কে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জি. আবদুল হান্নান, সংগঠনের সভাপতি রকিব উদ্দিন খান, সান্তনা বিশ^াস।
সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজবাড়ী জেলা কমিটির সহসভাপতি ও কালুখালী উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা মো. জাহিদ হোসেন।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দেশে এধরণের সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায় না। এসব হামলার পেছনে একটি কুচক্রী গোষ্ঠী কাজ করে। এই গোষ্ঠীকে খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
Leave a Reply