নাহিদুল ইসলাম ফাহিম
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে গণ অনশন-গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী রেলগেট চত্ত¡রে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ অনশন কর্মসুচি পালিত হয়।
অনশনকারীদের পানি খাওয়ায়ে অনশন ভঙ্গ করা হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী জজ আদালতের পিপি উজির আলী শেখ অনশনকারীদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন। অনশন শেষে রাজবাড়ী শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আইনজীবী গনেশ নারায়ন চৌধুরী। আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, সাংবাদিক সনজিৎ দাস, উত্তম কুন্ডু, অনুপ কুমার দাস, অনিল বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। সেই দেশে আজ সাম্প্রদায়িক শক্তির কারণে হিন্দুু সম্প্রদায় আতংকিত। তারা দেশে নিজের ধর্ম পালন করতে পারে না। পুলিশ পাহাড়ায় পুজা করতে হয়। কিন্তু এমন দেশ আমরা চাইনি। আমরা দেখে আসছি এই হামলাকারিদের কোন শাস্তি হয় না। তাই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিশন গঠন করা হোক। আার আলাদা ট্রাইবুন্যাল করে সংখ্যালঘুদের যারা নির্যাতন করে তাদের বিচার করা হোক।
Leave a Reply