নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। হরিহরপুর রাইস মিলের মাঠে এই সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় সভাপতিত্ব করেন খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরামুজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নেতা সদ্যবিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী শফিকুল আজম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শফি), পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী নজরুল ইসলাম লাভলু, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলী রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আইনজীবী নিজাম উদ্দিন শেখ প্রমুখ। সভায় প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
কর্মীসভায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য আরশিনগর লালন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম আক্কাস। সভা সঞ্চালনা করেন খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ আবু নাসের।
বক্তারা বলেন, দেশে চলমান পরিস্থিতি তথা ধর্মীয় উস্কানির মাধ্যমে কেউ যেন ফায়দা হাসিলের অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। কিছু দিনের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
Leave a Reply