নিজস্ব প্রতিবেদক.
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চাপাইনবাবগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, নড়াইল, ল²ীপুর, চট্টগ্রাম ও রংপুরসহ সারাদেশে দুর্গামন্ডপ, প্রতীমা, ইসকন মন্দির, হিন্দু বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের দ্রæত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। । কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা হিন্দু মহাজোটের আহŸায়ক লক্ষèণ চন্দ্র মন্ডল। কর্মসূচিতে অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন আইনজীবী বাসুদেব মন্ডল, সূর্য কুমার শিকদার, বিশ^জিৎ হালদার, ইন্দ্রজিৎ দাস প্রমূখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
Leave a Reply