কলাবাগান স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নাহিদুল ইসলাম ফাহিম/হৃদয় খান
কলাবাগান স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ান হয়েছে রাজবাড়ী ফুডঅফিস এলাকার ফ্রেন্ডস ক্লাব। রার্নাস আপ হয়েছে মরহুম হাবিবুর রহমান হবি স্মৃতি সংঘ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই মাসব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টুকু মিজি। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান জিয়া, ইসলাম শেখ, তানজিম মোল্লা প্রমূখ।
খেলায় ১-০ গোলে বিজয়ী হয় ফ্রেন্ডস ক্লাব। খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সহ¯্রাধিক উৎসুক মানুষ খেলা দেখতে মাঠের চারপাশে ভীড় জমায়।
Leave a Reply