বালিয়াকান্দি প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের যুবকের নাম মো. মামুন বিশ^াস (২৬)। মামুন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লতিফ বিশ^াস।
থানা সূত্রে জানা যায়, প্রায় চারমাস আগে মামুনের সঙ্গে রাগ করে স্ত্রী তাঁর বাবার বাড়িতে চলে যায়। এরপর থেকে স্ত্রী মামুনের সঙ্গে আর কোনো যোগাযোগ করে নাই। স্বামীকে এড়িয়ে চলতে থাকে। স্ত্রীর ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বালিয়াকান্দি থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, প্রাথমিক ভাবে জানা গেছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply