রাহিম মোল্লা
বালিয়াকান্দি উপজেলার গোয়াইলবাড়ি গ্রামের পানি ডুবে নাহিদুল ইসলাম নাহিদ (৭) নামে এক শিশু মারা গেছে। নিহত নাহিদুল ইসলামের বাবার নাম সাখাওয়াত হোসেন। তিনি একই গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, নাহিদুল বৃহস্পতিবার দুপুরের দিকে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পানি পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জ্যেষ্ঠ স্টার্ফ নার্স আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিশুটি হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা গেছে।
Leave a Reply