মহসিন মৃধা
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি পালন উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। এসময় জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী গনেশ নারায়ন চৌধুরী, সাবেক সহসভাপতি হেদায়েত আলী, সাবেক সহসভাপতি ফখরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আজম মামুন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, পৌর কমিটির সভাপতি সরকারি কৌঁশুলী (পিপি) উজির আলী শেখ, সাধারণ সফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে হামলা চালিয়েছে। বিভিন্ন মন্দিরে ভাংচুর করা হয়েছে। অগ্নিসংযোগ করা হচ্ছে। কিন্তু এসব চলতে দেওয়া হবে না। আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এসব হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসঙ্গে দলীয় নেতাকর্মীদের এসব বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো ধরণের অপ্রীতিকর অবস্থার তৈরি হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজবাড়ীতে এধরণের হামলা ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে। আমরা সবাই বাঙালি। দেশে জঙ্গীবাদের কোনো ঠাঁই নেই।
Leave a Reply