নাহিদুল ইসলাম ফাহিম.
‘ছিন্ন ভিন্ন কর নিশ্চিহ্ন শত্রæর ছাউনী’ প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১১টায় রাজবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে সম্প্রীতি রক্ষা দিবস পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে উপলক্ষে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
প্রায় দেড় ঘন্টাব্যাপি কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অসীম কুমার পাল। এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, জেলা ওর্য়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, মহিলা পরিষদের নেত্রী আইনজীবী দেবাহুতি চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের (আরডিএ) সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, পঞ্চভাস্করের সভাপতি রশীদ আল কামাল, অরণি সাংস্কৃতিক সংসদের সভাপতি মুনিরুল হক, মীর মশরারফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, সিপিবি নেতা ধীরেন্দ্র নাথ দাস, আরশিনগর লালন স্মৃতি সংঘের আশরাফুল আলম আক্কাস প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে আজ হায়েনার আক্রমণে ক্ষতবিক্ষত। লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যুদ্ধ করেছি। এই দেশে সবাই সাম্প্রদায়িক হামলা মেনে নেওয়া যায়না। সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২’এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে সাম্প্রদায়িকতা দুর করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
Leave a Reply