সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের ভবানীপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
নিহতের নাম রিপন সরদার (২৬)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মাতুয়াগাছি গ্রামের বাসিন্দা। রিপনের বাবার নাম আবদুল জলিল সরদার। রিপন একটি থাই এলুমিনিয়ামের দোকানে মিস্ত্রীর সহকারী হিসেবে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলো। এসময় একই দিনগামী একটি ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রিপন মোটর সাইকেল থেকে হাতের ডান দিকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ট্রাকটি তাকে প্রায় ১০০ গজ সামনের দিকে টেনে নিয়ে যায়। তাঁর পেটের মাঝখান পিষ্ট হয়ে ভেতরের নাড়িভূড়ি বের হয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকের চালক আবদুল মমিনের বাড়ি নোয়াখালীর শ্যামবাগ থানার জিরুয়া গ্রামে। তাকে আটক করা হয়েছে।
শহরের নতুন বাজারের রিজন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আসাদুজ্জামান বলেন, রোজা শুরু হওয়ার কিছু দিন আগে থেকে আমার দোকানে রিপন কাজ করে। আজ সারাদিন দোকানে কাজ করেছে। ছুটি হওয়ার পর সে মোটরবাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। কিন্তু দোকান থেকে আধা কিলোমিটার যেতে না যেতেই তাকে প্রাণ দিতে হলো।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
Leave a Reply