নিজস্ব প্রতিবেদক ##
সোমবার বিকেলে রাজবাড়ী বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স রাজ্জাক স্টোর ও তেওয়ারী মিষ্টান্ন ভান্ডার।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) হাবিলদার মো. সাইদুর রহমান ও পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোফাজ্জেল হোসেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাই করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয় এবং নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। অভিযানে মাছ বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষণ করায় রাজ্জাক স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় স্টেশন রোডের তেওয়ারী মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, দুটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply