শরীফুল ইসলাম.
নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার শেখ রাসেলের জন্মদিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
‘শেখ রাসেলের দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ^াস’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টার দিকে শহীদ আজিজুল হক মুক্তমঞ্চে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply