মহসিন মৃধা ##
১৪ মে রোববার বিকেলে রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দার হাসপাতাল এলাকায় একটি বাড়ি থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক যুবকের নাম অনিক খান (২৮)। অনিকের বাবার নাম লিটন খান ওরফে কানা বাবু। পুলিশের দাবি, অনিকের কাছ থেকে ১৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
ডিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, অনিকের নেতৃত্বে একটি অপরাধ চক্র রয়েছে। এলাকায় অনেক দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে অনিকের বাড়িতে বসত ঘরে লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ১৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান। তিনি বলেন, একটি চক্র ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। অনিকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply