নিজস্ব প্রতিবেদক ##
১৪ মে রোববার সকালে রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোরশেদা খাতুন। বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইকরামুল করিম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস প্রমূখ। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাশেদুজ্জামান অভিযোগ করেন, হাসপাতাল সড়কের পাশে তাঁর কার্যালয়। কার্যালয়ের সামনে দিয়ে প্রতিদিন অগণিত বালুবাহী ট্রাক চলাচল করে। কিন্তু ট্রাকে কোনো ট্রিপল দেওয়া হয়না। এতে করে আমার টেবিলে এক ইঞ্চি ধুলা পড়ে গেছে। প্রতিদিন পরিস্কার করার পরেও এরকম ধুলা পড়ে। ট্রাকের রাস্তা পরিবর্তন করা হোক বা ট্রাকে বালুর ওপর ট্রিপল দেওয়া হয়।
এসপি এম এম শাকিলুজ্জামান বলেন, বালুর চাতাল বন্ধ করে দিতে হবে। কথা বলা সহজ। কিন্তু কাজ করা কঠিন। সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে। নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আপনারা কোনো তথ্য দেন না। ট্রাক চলাচল করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ওই সড়কে আমারও বাড়ি। প্রতিদিন অসংখ্য ট্রাক যাতায়াত করে। ট্রাক প্রধান সড়ক দিয়ে যাতায়াত করলেই ভালো হয়।
Leave a Reply