নিজস্ব প্রতিবেদক ##
শনিবার বিকেলে রাজবাড়ীতে ফেন্সডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজবাড়ী শহরের পৌরসভা কার্যালয় এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া যুবকেরা হলেন সাইদ বিন মোস্তফা (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার ধর্মতলা গ্রামের বাসিন্দা। মোস্তফা কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সন্ধ্যা বাণী পত্রিকার নিজস্ব প্রতিবেদক বলে জানিয়েছেন। আরেকজনের নাম সুমন ইসলাম (২৫)। তিনি গোড়লা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী শহরের পৌরসভা কার্যালয়ের পাশে একটি আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রেস স্টিকার লাগানো একটি মোটর বাইকের দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের একজন মোস্তফা নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, মোস্তফার কাছে দৈনিক সন্ধ্যা বাণী নামে একটি পত্রিকার নিজস্ব প্রতিবেদক লেখা ছবিসহ কার্ড পাওয়া গেছে। তিনি অনেক দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এবিষয়ে রাজবাড়ী সদর থানার মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply