‘ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে’ প্রতিপাদ্য সামনে রেখে গান, কবিতা আবৃত্তি ও আলোচনার মধ্যে দিয়ে ১৩ মে, শনিবার সন্ধ্যায় বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ এলাকায় শহীদ মিনারের পাশে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি জাহিদ হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ্ মো. জাহাঙ্গীর জলিল। আলোচনায় বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি আজিজুল হাসান, বিশ^ভরা প্রাণের সভাপতি আতাউর রহমান প্রমূখ। সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন কনিকা সরকার, ঊর্মি রহমান, জাহিদ হোসেন, আসিফ মাহমুদ, মুনিরুল হক, শাহ্ মো. জাহাঙ্গীর জলিল, নাজমুল ইমাম, আশরাফুল হক, শাহানাজ বেগম, আদিবা তাবাসসুম, শাহ্ মুজতবা রশীদ আল কামাল, নিবেদিতা হক প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের সকল কাজের সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ। আমাদের সাহসে মিশে আছেন রবীন্দ্রনাথ। মন খারাপের দিনে, আমাদের আনন্দে তিনি মিশে আছেন। প্রেমে তাঁর গান আমাদের মনে পড়ে। বিরহে তাঁর গান আমাদের মন ভালো করে দেয়। তিনি কৃষকের নিয়ে কবিতা লিখেছেন। গরীব মানুষের কষ্টগাঁথা তাঁর লেখনীতে ফুঁটিয়ে তুলেছেন। আমাদের সকল প্রেরণায় তিনি উৎস হয়ে আছেন।
‘ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে’ সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ‘আলো আমার আলো ওগো আলোয় ভূবন ভরা, আজি ধানের ক্ষেতে রোদ্র ছায়া, তুমি রবে নিরবে হৃদয়ে মম, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, জাগরণে যাই বিভাবরি, আমারও পরানে যাহা চায়, অরূপ তোমার বাণী, সহেনা যাতনা দিবস গণিয়া, আমার সকল দুঃখের প্রদীপ’ প্রভৃতি গান পরিবেশন করা হয়।
Leave a Reply