1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
May 28, 2023, 3:37 am

রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

  • সর্বশেষ আপডেট Sunday, May 14, 2023
  • 39 মোট ভিউ

 

রাহিম মোল্লা

১২ মে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সকে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমতাকরণ করার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তরা বলেন, ২ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ৩/৪ পিসিটি বা ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সেও সমান মান প্রদান করা হয়েছে। কিন্তু পেশেন্ট কেয়ার ও নার্সিংয়ের মধ্যে বড় ধরণের পার্থক্য রয়েছে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই কোর্সটি কখনোই ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি সমান হতে পারে না। মানুষকে সেবা করার এক অন্যতম পেশা হচ্ছে নার্সিং। কিন্তু এই পেশাটি এখনো অবহেলিত হয়ে আছে। আমাদের এই পেশায় যুক্ত হতে হলে অনেকগুলো ধাপ পার হতে হয়। ভর্তির জন্য নির্দিষ্ট জিপিএ থাকতে হয়। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ৮০ নম্বর পেলেও ভর্তির নিশ্চয়তা থাকে না। বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত ৪০ নম্বর পেতে হয়। এরপর শ্রেণি কার্যক্রম ও ব্যবহারিকসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে পাশ করতে হয়। সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবো। আমরা এই অযৌক্তিক প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


এসময় ‘নার্স কেন রাস্তায় জবাব চাই জবাব চাই, কারিগরী হটাও নার্সিং বাঁচাও, নেত্রী মোদের শেখ হাসিনা কারিগরী মানি না, নার্সমাতা চুপ কেন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

এতে বক্তব্য দেন আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও ইন্টার্ন নার্স রাহিম মোল্লা, রাকিব খান, সহসভাপতি সুতপা কুন্ডু, রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নুরজাহান খাতুন প্রমূখ।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host