নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীতে ১০ মে বুধবার ক্যান্সার সোসাইটির দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। দেবাহুতি চক্রবর্তীকে সভাপতি ও মুনিরুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস। আরও বক্তব্য দেন সাবেক জেলা ও দায়রা জজ শামসুল হক, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াস, রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ক্যান্সার সোসাইটির সহসভাপতি শফিকুল আযম, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু মুসা বিশ^াস প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবাহুতি চক্রবর্তী। প্রথম অধিবেশনে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। এই রোগ অকালে অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। আমাদের এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। সচেতনার মাধ্যমে অনেক রোগ থেকে প্রতিকার পাওয়া যায়। শুরু থেকেই চিকিৎসা নিয়ে নিরাময় সম্ভব হয়। এই সংগঠন ক্যান্সার আক্রান্ত রোগীদেও নিয়ে কাজ করে। আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কর্মশালার আয়োজন করা হয়। এতে ক্যান্সার বিশেষজ্ঞরা আলোচনা করেন।
মধ্যহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি শফিকুল আযম, লাইলী নাহার ও আবু মুসা বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল ও শাহনেওয়াজ চৌধুরী, কোষাধ্যাক্ষ সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবদুল হালিম বিশ^াস, মহিতুজ্জামান, ফেরদৌসী সুলতানা, ধূর্জটী চক্রবর্তী ও ছায়া চক্রবর্তী।
Leave a Reply