রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৯ মে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী প্রমূখ। সভায় ‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক অনিরুদ্ধ মন্ডল। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
বক্তারা বলেন, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় অবদান রেখেছেন। তিনি সবসময় প্রাসঙ্গিক। তিনি বাংলা ভাষীদের চেতনার সঙ্গে একাত্ম হয়ে মিশে আছেন। মিলন-বিরহ, সুখ-দুঃখ, শান্তিতে প্রতিবাদে আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই। তাঁর গানে আমাদের মনে প্রশান্তি আসে। আমরা প্রাণ ফিরে পাই। নবউদ্যোমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই।
Leave a Reply