আবদুল হালিম বাবু
৮ মে রাজবাড়ীতে পতাকা উত্তোলন, শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক রেডক্রস রেডক্রিসেন্টের দিবস উদযাপন করা হয়েছে। শহরের হাসপাতাল সড়কের এক নম্বর বেড়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্লাজায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয়। এরপর একটি শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রেডক্রিসেন্ট প্লাজায় আরোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ। আলোচনা শেষে কেক কাটার পর একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর কেক কাটার মধ্যে দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জন হেনরী ডুরান্টের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
বক্তারা বলেন, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। আত্মমানবতার সেবা নিয়ে কাজ করে। সারাবিশে^ শান্তির পক্ষে কাজ করে। শান্তির পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অতিমারী, বন্যা, শীত প্রভৃতি সময়ে অসহায় মানুষের পাশে থাকে। সম্প্রতি হয়ে যাওয়া করোনা অতিমারীর সময়ে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সারাদেশে মানুষের মধ্যে সাড়া ফেলেছে।
Leave a Reply