রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারী মারা গেছেন। ৬ মে শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম রায়হান শেখ ওরফে বাবলু (৪০)। তিনি শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা আবদুর রহমান শেখ ওরফে রহমান মাস্টারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য সাকিল সরদার বলেন, দুই সন্তানের জনক রায়হানের বাড়িতে একটি গরুর খামার রয়েছে। খামারের গরু তিনি নিজেই দেখভাল করেন। শনিবার দুপুর দেড়টার দিকে তিনি গরুর গোসল করাচ্ছিলেন। গরুর গোসল করানোর সময় অসবাধনতা বশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৯টায় তাঁর জানাযা নামাজ শেষে দাফন করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদওহাবপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূইয়া। তিনি বলেন, অসাবধনাবশত দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
Leave a Reply