1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
May 28, 2023, 3:58 am

বিকাশের বিক্রয় কর্মকর্তাসহ তিন ভুয়া ডিবি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট Tuesday, May 9, 2023
  • 136 মোট ভিউ
নিজস্ব প্রতিবেদক..

রাজবাড়ীতে তিনজন ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করা হয়েছে। ৩ মে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের সন্টু নন্দী (৪৭) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা মুন্না মল্লিক ওরফে মুন্নাফ (২৬)। তিনি বিকাশের সেলস অফিসার। মুন্নার বাবার নাম আবদুল মোতালেব মল্লিক। বালিয়াকান্দি উপজেলার নারায়নপুর গ্রামের বিল্লাল মোল্লার ছেলে সুলতান আহমেদ (২০) ও গোবিন্দপুর গ্রামের জহেদ মন্ডলের ছেলে তুষার মন্ডল (২০)।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগি ফরিদপুরের ফরেন লিকার সপ থেকে সাত ইউনিট হুইস্ক নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বহরপুর যাচ্ছিলেন। আলাদীপুর কোমড়পাড়া পৌছানোর পর দুই মোটরসাইকেলে চারজন এসে তাঁর গতিরোধ করা হয়। তাঁরা নিজেদের ডিবি পরিচয় দেন। পুলিশের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখিয়ে তাকে পাসপোর্ট অফিসের পিছনে নিয়ে যাওয়া হয়। তাকে তল্লাশি চালান হয়। সঙ্গে থাকা ১৬ হাজার ১০০ টাকা দামের সাত বোতল হুইস্কি ও কাছে থাকায় নগদ ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। তাকে এলোপাথারী মারধর করা হয়। মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়ি থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নেয়।

রাজবাড়ী ডিবি উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মুন্নার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড ও ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মামলা দায়ের করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host