নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর ইস্কন মন্দিরসহ বাংলাদেশের বিভিন্ন মন্দির ও পূজামন্ডপে হামলা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও বিগ্রহ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার সকাল সোয়া ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আইনজীবী গনেশ নারায়ন চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, শান্ত নিবাস দাস ও সাধনা দাস। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, আমরা এদেশের মানুষ। এদেশ তো আমাদের। আমরাও এদেশের উন্নয়নে ভূমিকা রাখছি। গত সাত দিন ধরে দেশের বিভিন্ন মন্দিরে হামলা করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলা করা হচ্ছে। পুড়িয়ে পুরোহিত মারা হচ্ছে। এদেশে সবাই একসঙ্গে বসবাস করি। সাম্প্রদায়িক এই হামলার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু তা দেখা যাচ্ছে না। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
Leave a Reply