1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
May 28, 2023, 3:25 am

রাজবাড়ীতে ধানের মণ ১৫০০ টাকা করার দাবি

  • সর্বশেষ আপডেট Tuesday, May 9, 2023
  • 119 মোট ভিউ
আবদুল হালিম বাবু..

রাজবাড়ীতে ধানের মণ এক হাজার ৫০০ টাকা করা, ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুসহ সাত দফা দাবিতে ৩ মে সমাবেশ ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

অন্যান্য দাবিগুলো হলো, সারের বর্ধিত দামসহ বীজ, কীটনাশক, সেচ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ করা, বিএডিসিকে সচল, পল্লী রেশন ও শস্যবীমা চালু করা এবং পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানী ও দুর্নীতি বন্ধ করা।

কর্মসূচির শুরুতে প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আবদুস সাত্তার মন্ডল। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টিও (সিপিবি) আবদুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা, কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষকনেতা ক্বারী মোহাম্মদ শাহাবুদ্দিন, আবজাল শেখ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক আবু কায়সার খান এবিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ^স্ত করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতির বুনিয়াদ কৃষি। এদেশের কৃষকরাই দেশ প্রেমিকের কাজ করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জণের ক্ষেত্রে মূল ভূমিকা রাখছে। কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও খাত হিসেবে যথাযথ ভাবে রাষ্ট্রীয় মনোযোগ পায়নি। কৃষি ও কৃষক এদেশের অর্থনীতির প্রাণ সঞ্জীবন করে। অথচ তারাই সবচেয়ে বেশি নিগৃহিত হয়। সরকার কৃষকদের কার্ড দিয়েছে। অথচ প্রকৃত কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। সংগঠনের সাত দফা বাস্তবায়ন করতে হবে।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host