রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের লোকোসেড বধ্যভূমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রেডক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী, বীরমুক্তিযোদ্ধা এস এম সিরাজ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।
এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য ২৫ মার্চ গণহত্যার ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধেও চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভার আগে লোকোসেড বধ্যভূমিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
Leave a Reply