রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ মার্চ শুক্রবার চারটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অভিযোগে এই জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এসময় ব্যাটালিয়ন আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) সাইদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। সকাল সোয়া ১০ থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তেঁতুলিয়া বাজারের মাহিম স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে মনিরুজ্জামান স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তাহসিন ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে বহরপুর বাজারের মেসার্স নিউ হক এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।তদারকি কার্যক্রম পরিচালনা করার সময় বহরপুর ও তেঁতুলিয়া বাজাওে চারটি দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যেও মূল্য যথাযথ ভাবে বিক্রয় সঠিকতা যাচাই করা হয়। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
Leave a Reply