রাজবাড়ীর পাংশা উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ২৩ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবদুর রাজ্জাক (৪৬)। তিনি পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার বাসিন্দা। আবদুর রাজ্জাক পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।
রাজবাড়ী রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক পাংশা রেলস্টেশনে আউটার সিগন্যাল এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে মোটর সাইকেলে রেললাইন পার হচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এই দুর্ঘটনাটি ঘটে। মোটর সাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, ১০ মার্চ সকালে মোটর সাইকেলে রেললাইন পার হতে গিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে একই ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়।
Leave a Reply