রাজবাড়ীতে ‘তুমি কেমন করে গান কর হে গুণী’ প্রতিপাদ্য সামনে রেখে আবোল তাবোল শিশু সংগঠনের উদ্যোগে শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়। ২২ মার্চ বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করা হয়।
শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত শাস্ত্রীয় শিল্পী পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী ও তবলা শিল্পী পন্ডিত শুভ্রাংশু চক্রবর্তী।
শুরুতে সন্ধ্যায় পৌনে সাতটার দিকে রাজবাড়ীর স্থানীয় একদল ক্ষুদে শিল্পী শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি নারীনেত্রী দেবাহুতি চক্রবর্তী। সঞ্চালনা করেন আইনজীবী শফিকুল আজম মামুন। সন্ধ্যায় সাতটা ৪০ মিনিটে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত শাস্ত্রীয় শিল্পী পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী ও তবলা শিল্পী পন্ডিত শুভ্রাংশু চক্রবর্তী। শেষ করেন রাত আটটা ৫০ মিনিটে। দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে সংগীত উপভোগ করেন।
অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, সাবেক সভাপতি লাইলী নাহার, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, সাংস্কৃতিক কর্মকর্তা (কালচারাল অফিসার) পার্থ প্রতীম দাস, রাজবাড়ী একাডেমীর সহসভাপতি কমল কুমার সরকার, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী আবদুস সাত্তার কালু, রম্যলেখক আইনজীবী লিয়াকত আলী, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাবেক সভাপতি মো. আবদুল হামিদ, সাংস্কৃতিক সংগঠন ‘অরণী’র সভাপতি মুনিরুল হক প্রমূখসহ দুই শতাধিক শ্রোতা উপস্থিত ছিলেন।
পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী বলেন, রাজবাড়ী তথা বাংলাদেশের মানুষ খুব আন্তরিক। এদেশের সংস্কৃতি ঐতিহ্যে ভরপুর। মাটির টানেই আমি এখানে এসেছি। রাজবাড়ী ছাড়াও কুষ্টিয়াসহ কয়েকটি স্থানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছি।
Leave a Reply