নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও ছাত্রলীগের এক সাবেক নেতা আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর মকবুলের দোকান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিকের নাম শেখ মোমিন। তিনি টেলিভিশন চ্যানেল মাই টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি গোয়ালন্দ উপজেলার ওমর আল মোল্লা পাড়ার বাসিন্দা।
অপরজন ফারুক খান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলৎদিয়া ফেরিঘাট এলাকায়।
সাংবাদিক শেখ মোমিন বলেন, তিনি ও ফারুক রাজবাড়ীতে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। মকবুলের দোকান এলাকায় পৌছানোর পর পিছন থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ও ফারুক আহত হন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। অপরদিকে ফারুককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply