১৪ ডিসেম্বর রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা শেষে প্রথমে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর ও পরে লোকোসেড বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার, সহসভাপতি মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা প্রমূখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে ছিল। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। নানা ধরণের ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে।
সকাল ১০টায় বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পুস্পমাল্য অর্পন শেষে শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এতে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
Leave a Reply