রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়। ১৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু জাফর।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, বাজার তদারক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে বেলগাছি পুরাতন বাজারের সাহা বাণিজ্যালয়কে তিন হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ করার অপরাধে বিকাশ স্টোরকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে মানিক মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply