আবদুল হালিম বাবু.
রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ১ ডিসেম্বর দুপুর ১২টায় লাল কার্র্ড প্রদর্শন ও বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। চার দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চার দফার দাবিগুলো হলো, কোচিং বাণিজ্য বন্ধ করা, শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও ফি কমানো এবং সব ধরণের গণপরিবহনের শিক্ষার্থীদের জন্য হাফ পাশ চালু করা।
কর্মসূচি উপলক্ষে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কাওসার আহমেদ। এসময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবদুল হালিম, সংগঠনের জেলা কমিটির সহসভাপতি মনজয় সরকার, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, শহর কমিটির আহ্বায়ক উৎসব চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক অর্ণিকা দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কোচিং বাণিজ্য জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। শিক্ষাকে ব্যবসায় পরিণত করা হয়েছে। কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। সরকার বিনামূল্যে বই দিচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধিক মাত্রায় ভর্তি, বেতন ও পরীক্ষার ফি নেওয়া হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সব ধরনের যানবাহনের শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করতে হবে। কারণ অধিকাংশ শিক্ষার্থীকে বাড়ি থেকে এসে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হয়। আবার শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। প্রতিনিয়ত দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।
সমাবেশের পর একটি বাই সাইকেল র্যালি বের করা হয়। এতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, লাল কার্ড ও দাবির পক্ষে স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শণ করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। র্যালিটি শহরের পান্না চত্বর প্রদিক্ষণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
Leave a Reply