মহসিন মৃধা ও শেখ ফয়সাল..
বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
এতে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী কেরামত আলী, জেলা পরিষদের প্রশাসক সহসভাপতি ফকীর আবদুল জব্বার, প্রাক্তন পৌরমেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদত শেখ সোহেল রানা টিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আইনজীবী শফিক হোসেন। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে নিবেদিত ভাবে সংগঠনের জন্য কাজ করতে হবে। সংগঠন নিয়ে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply